সকল মেনু

নীলফামারীতে ১ কাপ চায়ের বিনিময়ে ৫টি ফুলকপি

ফুলকপিমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : অবরোধ আর হরতালের কারণে এখানকার উৎপাদিত শাক-সবজি বাইরে যেতে না পারায় পানির দরে বিক্রি হচ্ছে। বাজারে ৫টি বড় সাইজের ফুলকপি বেঁচে মিলছে না ১ কাপ চা। এ যেন শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। অন্যান্য সবজির দামও না মেলায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। জেলার বিভিন্ন পাইকারী সবজি বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ২ টাকায়, লাউ পিস ১৫ থেকে ১৬ টাকা, সিম প্রতি কেজি ১৮ টাকা, টমেটো ১৪ টাকা, আলু ৮ টাকা, মুলা ৫/৬ টাকা কেজি দরে এবং লাল শাক, পালং শাক, নাপা শাক ৫ টাকা বোঝা বিক্রি হচ্ছে। বিরোধী দলের টানা অবরোধ ও হরতালের কারণে বাইরের পাইকাররা আসতে পারছেন না। ফলে স্থানীয়ভাবে কেনাবেচা হওয়ায় পথে বসার যোগার কৃষকদের। এসব ফলাতে কৃষকদের বীজ, সার, নিড়ানিসহ প্রচুর টাকা ব্যয় করতে হয়েছে। সেই ফসল বাজারে এনে বর্তমানে পরিবহনের ভ্যান ভাড়াও উঠছে না। বাজারে ১ কাপ চা খেতে ১০ টাকা প্রয়োজন। সেই হিসাবে একজন কৃষককে চা খেতে কম করে হলেও ৫টি বড় সাইজের ফুল বা বাঁধা কপি বিক্রি করতে হচ্ছে। অনেক কৃষক রাগে ক্ষোভে ক্ষেতের ফসল তুলছেন না। কেউবা গরু-ছাগল দিয়ে ফসল খাইয়ে দিয়ে জমি রবিশস্য চাষের জন্য তৈরি করছেন। এই চিত্র মিলেছে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সদরে। বোতলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সরকার জানান, লাভের আশায় এই ইউনিয়নের কৃষকরা বিপুল পরিমাণ জমিতে শাক-সবজি চাষাবাদ করে থাকেন। কিন্ত অবরোধ আর হরতালের কারণে তারা দাম না পাওয়ায় চরম হতাশ হয়ে পড়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top