সকল মেনু

জয়পুরহাটে আলু বোঝাই ট্রাকে আগুন

 এসএস মিঠু ,জয়পুরহাট : গত রাতে (শনিবার  দিবাগত রাতে )জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের শালবন নামক স্থানে একটি আলু বোঝাই ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়,শনিবার গভীর রাতে জয়পুরহাট থেকে আলু বোঝাই একটি ট্রাক আটরশি ওরশ শরীফে যাওয়ার পথে ওই স্থানে পৌছলে দূর্বৃত্তরা রাস্তায় তিন মাথা বিশিষ্ট লোহার তৈরী পিন ফেলিয়ে পথরোধ করে ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে  পুড়িয়ে দেয়।তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারে নি। এ দিকে ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধানের নেতৃত্বে জয়পুরহাট শহরের বিভিন্ন মোড়ে দফায় দফায় মিছিল শেষে সামবেশ করে ২০দলীয় জোট নেতারা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,অধ্যাপক আমিনুর রহমান বকুল,মতিউর রহমান, জামায়াত নেতা আতাউর রহমান,অ্যাডভোকেট মামুনুর রশীদ,অধ্যাপক নজরুল ইসলাম,হাসিবুর রহমান লিটন প্রমুখ। হরতাল চলাকালে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।ভারী কোন যানবাহন চলাচল করেনি। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহল জোরদার রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top