সকল মেনু

চাঁদপুরে চিকিৎসকদের মানববন্ধন, মানবাধিকার কর্মীদের প্রতিকী অনশন

Chandpur,01চাঁদপুর প্রতিনিধি : পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে চিকিৎসকরা মানববন্ধন ও মানবাধিকার কর্মীরা প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘন্টা ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে চিকিৎসকরা। জেলা বিএমএ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক, সিভিল সার্জন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজন অংশ নেয়। এছাড়া চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় সম্মিলিত মানবাধিকার পরিষদ চাঁদপুর এর উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচি পালন করে। এসময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে দেশব্যাপী পেট্রোল বোমায় মানুষ হত্যার মতো ঘৃণ্য রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top