সকল মেনু

বিএনপি নেতার হাসপাতালে পেট্রল বোমা হামলা, ভাঙচুর

 রোমান শেখ,হটনিউজ২৪বিডি.কম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বিএনপি’র এক নেতার মালিকাধীন হাসপাতালে ভাঙচুর ও পেট্রল বোমা হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। ট্রিটমেন্ট সেন্টার নামে ক্ষতিগ্রস্থ হওয়া এ হাসপাতালটি নগর বিএনপি’র সাধারন সম্পাদক ডা. শাহাদাত হোসেনের। তিনি ছাড়াও এ হাসপাতালে বিশেষজ্ঞ বিভিন্ন ডাক্তার দ্বারা নিয়মিত রোগী দেখা হয়। পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় অবস্থিত হাসপাতালটিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে হামলা চালায় দূর্বৃত্তরা। এ ঘটনায় হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক মো. শামীম আহত হয়েছে বলে জানা যায়। রোগীদের মধ্যেও ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহ¯পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনটি মোটর সাইকেলে করে ৭-৮ জন লোক ট্রিটম্যান্ট সেন্টারের সামনে নামে। তারা মোটরসাইকেল থেকে নেমেই পেট্রল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ভাঙচুর শুরু করে। হাসপাতালের সামনে থাকা অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালায় তারা।  হামলা ও ভাঙচুরের পর দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় আরো একটি পেট্রল বোমা নিক্ষেপ করলে আগুন ধরিয়ে দেয়। পরে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দূর্বৃত্তদের আকষ্মিক এ হামলা এবং ভাঙচুরের কারনে হাসপালে শুক্রবার সকাল থেকে রোগী দেখা বন্ধ রয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে। হাসপাতাল ভবনটিতে ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফিজিওথেরাফি এবং শিশুদের বিশেষায়িত হাসপাতাল চাইল্ড কেয়ার রয়েছে।এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে বলে দাবি করলেও এ ধরণের কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top