সকল মেনু

কুমিল্লায় বাসে পেট্রল বোমায় সাতজন নিহতের ঘটনায় খালেদা জিয়াসহ ৭৬ জনকে আসামি করে দুটি মামলা

খালেদা জিয়াকুমিল্লা প্রতিনিধি : চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলায় সাতজন নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজামান বাদী হয়ে নাশকতা ও হত্যার অভিযোগে মামলা দু’টি দায়ের করেন।
দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জামায়াত নেতা আবদুল্লাহ মো. তাহেরসহ ৫৬ জনের নাম উল্লেখ করে বিএনপি-জামায়াতের আরও ৭৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এদিকে চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। ওদিকে নিহত সাতজনকে শনাক্তের পর ছয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে মিয়াবাজারের জগমোহনপুরে মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী ওই বাসে পেট্রোল বোমা ছোড়া হলে আগুনে পুড়ে মারা যান সাত যাত্রী। এতে অগ্নিদগ্ধ হন ২৫ জন, যার ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top