সকল মেনু

পাঁচবিবিতে ২য় শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যু

 এস এস মিঠু ,জয়পুরহাট : জয়পুরহাট জেলার সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার খাংগর নামক স্থানে আখবাহি শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটির(ট্রলি) নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মাইমুন নাহার (৮) নামের এক শিশুর ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাইমুন নাহার উঁচনা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে। সে তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল । পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাঁচবিবি উপজেলার উঁচনা গ্রামের একটি ক্ষেত থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি জয়পুরহাট চিনিকলের হাটখোলাস্থ আখক্রয় কেন্দ্রে আখ বহন করে নিয়ে যাচ্ছিল।ভটভটিটি খাংগর গ্রামের ভেতর দিয়ে যাবার সময় মাইমুন নাহার সহ ওই এলাকার কয়েকটি শিশু ওই ভটভটির ওপর উঠে এবং সেখান থেকে টেনে নিচে আখ নামানোর  চেষ্টা করে।তারই কোন এক অসর্তক মূহুর্তে  আখের বোঝা থেকে আখ টানাটানির সময় ভটভটির ওপর থেকে  মাইমুন নাহার নিচে পড়ে গেলে সে ওই ভটভটির চাকার নিচে  পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রান হারায়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top