সকল মেনু

ব্যবসায়ীদের মানববন্ধন ও সমাবেশে মেয়র ঝন্টুর ঘোষণা, বোমাবাজদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

রংপুরইকবাল হোসেন, রংপুর : হরতাল, অবরোধকারী, গাড়ী ভাংচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, আগ্নিসংযোগ, বোমাবাজদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার  টাকা পুরস্কার ঘোষণা করলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। সোমবার নিরাপদে ও নির্বিঘেœ ব্যবসা পরিচালনার দাবিতে রংপুরে ব্যবসায়ীদের মানববন্ধন ও সমাবেশে এ কথা বলেন মেয়র। রংপুর প্রেস ক্লাব চত্বরে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাংগঠনিক সচিব ও মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন, রংপুর জেলা দোকান মালিক সমিতির আহবায়ক আলতাফ হোসেন, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান মাহফুজ ইলাহী খসরু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম পটু, মীর আলী আকরাম চমন, ওবায়দুর রহমান রতন, মোয়াজ্জেম হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, জাভেদ হাসান, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, মাহাবুবার রহমান মঞ্জু, সেকেন্দার আলী প্রমুখ। বক্তারা ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের এসএমই ও সিসি লোনের সুদ মওকুফের জন্য আহবান জানান। বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধান দূর করে ব্যবসায়ীদের সুষ্টু ও নির্বিঘেœ ব্যবসা পরিচালনার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top