সকল মেনু

রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে সুপ্র’র মানববন্ধন

Kurigram Supro Picture- 01.02.15ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ‘সংঘাত ও সহিংসতা নয়-চাই শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিক বেঁচে থাকার অধিকার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) কুড়িগ্রাম জেলা শাখা রোববার দুপুরে খলিলগঞ্জ বাজারের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে মানববন্ধন করে। মানববন্ধনে চলমান সংঘাত ও সহিংসতার প্রতিবাদে সুপ্র কর্তক ধারণাপত্র পাঠ করেন জেলা সেক্রেটারী চাষী নুরন্নবী খন্দকার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী সংগঠক ও সলিডারিটি’র সভাপতি রওশন আরা চৌধুরী, সেতুবন্ধন সমিতির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, আলেয়া বেগম, প্রফুল্ল কুমার রায় প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top