সকল মেনু

কুড়িগ্রামে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় আবারো জনজীবন বিপর্যস্থ

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: উত্তরের জেলা কুড়িগ্রামে আবারো জেকে বসেছে তীব্র শীত। শীত ও কনকনে ঠান্ডায় বিপাকে মানুষজন। গত ৩ দিন ধরে সুর্যের দেখা না মেলায় কাজে যেতে পাড়ছে না শ্রমজীবি ওনিম্নআয়ের মানুষেরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে শিশু ও বৃদ্ধদের। বিশেষ করে বিপাকে পড়েছে নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। কুড়িগ্রাম সদর উপজেলার ভ্যান চালক সবুর আলী জানান, শীতত খুব কষ্টে আছি বাবা। গাড়ী চলে না। ভাড়াও নাই। গরম কাগড় নাই। এতো শীতত কেমন করে বাচি। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত জনিত নানা রোগ। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীত জনিত রোগে। হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম সদর পাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৪ জন শিশু ও নিউমোনিয়ায় ১৫ জন শিশুসহ ২শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা নিতে আসা আছিয়া খাতুন জানান, ঠান্ডায় তার ছেলে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করায়। ডাক্তার দেখে বলেছে নিউমোনিয়া হয়েছে। ২ দিন ধরে হাসপাতালে ভর্তি হয়ে আছি। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম জানান, ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পাশাপাশি বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্টসহ নানা শীত জনিত রোগে। আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানায়, এ অঞ্চলের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থা আরো ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top