সকল মেনু

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান বিচারপতি

আদালত প্রতিবেদক : খুব শিঘ্রই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশেরে প্রধান বিচারপতি সৌমেন্দ্র কুমার সিনহা। গতকাল সকাল সাড়ে ১০টার সময় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এরআগে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়ার প্রধান বিচারপতিকে জানান, বেশ কিছুদিন ধরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারকের পদটি শুন্য আছে। এরফলে এই আদালতে বিচারপ্রার্থীদের অনেক ভোগান্তি হচ্ছে। তাই এ আদালতে জুডিসিয়াস মনোভাবাপন্ন একজন ন্যায় বিচারক নিয়োগের অনুরোধ জানান। একই সঙ্গে এই আদালতের নতুন বিচারক যেন মামলার শুনানী গ্রহণ শেষে প্রকাশ্য আদালতে আদেশ দেন সে জন্য ব্যবস্থা প্রহণের অনুরোধ জানান প্রধান বিচারপতির কাছে। এসময় উপস্থিত সাধারণ আইনজীবীরা অভিযোগ করেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কে এম ইমরুল কায়েশ মামলার শুনানী সকালে গ্রহন করার পরে বিকেলে খাস কামড়ায় গিয়ে আদেশ দেন। একারনে বিচারপ্রার্থীদের সকাল থেকে বিকেল পর্যন্ত আদেশের অপেক্ষায় থাকতে থাকতে দালাল চক্র বিভিন্ন সুবিধা নিয়ে উধাও হয়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের অসম বিচার করার অভিযোগ করেন সাধারণ আইনজীবীরা। পরে প্রধান বিচারপতি অশ্বস্ত করে বলেন, আগামী সাতদিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একজন নতুন বিচারক নিয়োগ দেওয়া হবে। এছাড়া অচিরেই তিনি এ আদালত পরিদর্শনে আসবেন এবং ঢাকা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মিলিত হবেন। পরে বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি আদালত চত্বর ত্যাগ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top