সকল মেনু

বর্ণাঢ্য আয়োজনে ভারতে উদযাপিত হচ্ছে ৬৬তম প্রজাতন্ত্র দিবস

372264-01-08আন্তর্জাতিক ডেস্ক : কড়া নিরপত্তা ব্যবস্থার মধ্যে বর্ণাঢ্য আয়োজনে ভারত ব্যপি উদযাপন করা হচ্ছে ৬৬তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষ্যে নয়াদিল্লির ঐতিহাসিক রেড ফোর্ডে জাকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ তিন বাহিনীর প্রধানগণ।

এবারের প্রজাতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘নারী শক্তির জয়গান’। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার জন্য অশোক চক্র, কীর্তি চক্র এবং জাতীয় সাহসিকতা সম্মাননা সামরিক বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন প্রণব মুখার্জি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নয়াদিল্লিকে সাত স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ভারতের ইতিহাসে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top