সকল মেনু

২০১৯ সালের আগে নো নির্বাচন নো সংলাপ

46671নিজস্ব প্রতিবেদক : দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে নো নির্বাচন নো সংলাপ।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে ১৪ দলের শান্তি র‌্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ২০ দলীয় জোটের চলমান অবরোধে নাশকতা ঠেকাতে আগামী ১০ দিনের মধ্যে ঢাকা শহরের পাড়া মহল্লায় ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গড়ে তোলার আহবানও জানান তিনি।

নাসিম বলেন, ‘খুনীর সাথে কোন সংলাপ হতে পারেনা। খালেদা জিয়া হাত আজ রক্তে রঞ্জিত। তার সাথে শেখ হাসিনার সংলাপ হতে পারেনা।’

এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চার বছর চেষ্টা করেন। মানুষের মন জয় করতে পারেন কিনা দেখেন। মানুষের মন জয় করতে পারলে নির্বাচনে ভালো ফল পাবেন। হরতাল অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মেরে লাভ হবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নেতারা সব গর্তে ঢুকে গেছে। বাটি চালান দিয়েও বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।’

দেশের রিকশা চালক, বাস চালক খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে খালেদা জিয়া অবরোধ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘ নিরাপত্তা চেয়েছেন নিরাপত্তা দেয়া হয়েছে। আপনি অবরুদ্ধের নাটক সাজিয়েছেন। যদি অবরুদ্ধ করেই রাখা হয়, তাহলে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আপনাকে কেন মুক্ত করতে যায়নি।’

পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে ইচ্ছা আপনি (খালেদা জিয়া) এখন যেতে পারেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top