সকল মেনু

চাঁদপুরের মেঘনায় চায়না মাটি বোঝাই কার্গো ডুবি

Chandpurমাকসুদুল আলম, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর মেঘনা নদীর তরপুরচন্ডী এলাকায় একটি পণ্যবাহি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় কার্গোর কোনো কর্মচারী নিখোঁজ বা হতাহত হয় নি। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গোর মাস্টার জাহাঙ্গীর হোসেন জানান, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এম ভি সোয়াদ কার্গোটিকে  পেছন থেকে এমভি সিরাজুল ইসলাম-১ নামের অপর একটি কার্গো ধাক্কা দিলে এমভি সোয়াদের তলা ফেটে ডুবে যায়। এসময় কার্গোতে থাকা ১২জন কর্মচারী  জেলেদের সহায়তায় মাছ ধরার ট্রলারে করে নদীর তীরে উঠতে সক্ষম হয়। কার্গোটিতে ৯শ’ ৬০টন সিরামিক তৈরীর  চায়না মাটি ছিল। এ ঘটনায় কার্গোর মাস্টার চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top