সকল মেনু

রংপুরে পেট্রোল বোমায় ৫ জন পুড়িয়ে হত্যা মামলায় বোমা মিন্টু নামে এক শিবির ক্যাডারকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

রংপুরইকবাল হোসেন, রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা মেরে ৫ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বুলবুল আহমেদ মিন্টু ওরফে বোমা মিন্টু (২৮)নামে এক শিবির ক্যাডারকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশী প্রহরায় তার চিকিৎসা চলছে। রোববার রাতে মিন্টুকে গ্রেফতার করা হয়। এনিয়ে ওই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাড়ালো ২২ জন।
মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম জানান, ১৩ জানুয়ারি মিঠাপুকুরের বাতাসন এলাকায় যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা মেরে শিশু নারীসহ ৫ জনকে পুড়িয়ে হত্যার করার মামলায় গ্রেফতার অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে মিঠাপুকুর উপজেলার ইসলামপুর আমবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেখানে শিবির সন্ত্রাসীরা অবস্থান করছে। এরপর রাতেই সেখানে অভিযান চালিয়ে ইসলামপুর শিবিরের সেক্রেটারি বুলবুল আহমেদ মিন্টুকে পুলিশ গ্রেফতার করে। এসময় মিন্টুর সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে মিন্টুকে ছিনিযে নেওয়ার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে মিন্টুর ডান পায়ে গুলি করে। এসময় তার সহযোগিরা পালিয়ে যায়। পুলিশ দ্রুত মিন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মিন্টু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে কড়া পুলিশী পাহারায় চিকিৎসাধিন রয়েছে। ওসি আরো জানান, মিন্টুর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একাধিক মামলা হয়েছে। মিন্টুর বাবার নাম বুলু মিয়ার। আমবাড়ি এলাকায় তাদের বাড়ি।
গত ১৩ জানুয়ারী রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর নামকস্থানে খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি নৈশ কোচে জামাযাত-শিবির পেট্রোল হামলা করে। এতে শিশু, নারীসহ ৫ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হন অন্তত ২০ জন। এদের মধ্যে অগ্নিদগ্ধ গুরুত্বর আহত  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধিন রয়েছে ৪ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে একজন। ওই ঘটনার পর মিঠাপুকুর থানার এসআই আবদুর রাজ্জাক বাদি হয়ে থেকে ৮০ জনের নাম উল্লেখ্য করে এবং অঞ্জাত আরো ৫০ জনকে আসামী করে মামলা করেন। এদের মধ্যে পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top