সকল মেনু

কুড়িগ্রাম সদর হাসপাতালের নতুন ভবন নির্মান কাজে ডেপুটি স্পিকারের সন্তোষ

কুড়িগ্রামডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : বিশ্ব ব্যাংকের অর্থায়নে কুড়িগাম সদর হাসপাতালের নির্মানাধীন ৮ তলা ভবনের কাজ দেখে ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বীসহ সর্বমহল  সন্তোষ প্রকাশ করেছেন। জানাযায় অবহেলিত কুড়িগ্রাম জেরঅয় প্রায় ২২ লাখ বেকার বসবাস। সেখানে ১৫০ শয্যার সদর হাসপাতালে প্রতিদিন গরে বেড ছাড়াও মেঝে ও বাঁরান্দায় প্রায় ২শ’ থেকে ২শ’ ৫০ জন রোগী ভর্তি থাকে। এদের চিকিৎসার দিতে হাসপাতালের ডাক্তারগণ হিমসিম খান। তাই রোগীদের কথা চিন্তা চিন্তা করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলীর ঐকান্তিক প্রচেষ্ঠায় ২৫০ শয্যায় উন্নীত হয় কুড়িগ্রাম সদর হাসপাতাল। ফলে ৮ তলা ভবনের একটি বরাদ্দ পায় কুড়িগ্রাম সদর হাসপাতাল। কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের মাধ্যমে বরাদ্দকৃত এই ৮ তলা ভবন নির্মান করার দরপত্র আহবান করা হয়। এই টেন্ডার প্রক্রিয়ার রজশাহী খ্যাতনামা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিম ট্রেডিং এই ভবন নির্মানের কাজ পায়। প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দের ৮ তলা ভবন নির্মান কাজ যথাসময়ে শুরু করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানটি। কাজটি বেশ দ্রুত এগিয়ে চলছে। যেভাবে কাজ চলছে তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে নির্ধারিত সময়ের আগের অর্থাৎ চলতি সালে ভবনের কাজটি সমাপ্ত হবে বলে ধারণা করছেন হাসপাতালে কর্তৃপক্ষ ও এলাকাবাসী। গত ১০ জানুয়ারি ডেপুটি স্বীকার এড. ফজলে রাব্বী রাজনৈতিক সফরে কুড়িগ্রাম আসলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলীর সাথে সদর হাসপাতালের নিমাণাধীন ৮ তলা ভবন পরিদর্শন করেন। পরিদর্শন কালে কাজের মান দেখে তিনি প্রশংসা করেন। গণপূর্ত বিভাগ কুড়িগ্রাম এর নিবার্হী প্রকৌশলী শেখ মো. মিজানুর রহমান জানান, কাজের সার্বিক মান অত্যন্ত ভাল। তবে কোন প্রকার নিয়ম বহির্ভূত কাজ আপনাদের দৃষ্টিগোচর হলে স্বত্বাধিকারী রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান প্রেসিডেন্ট মোঃ. মনিরুজ্জামান মনির জানান, টাকা রোজরাগের বিষয়টি আমার কাছে মূখ্য নয়। যার কারনে কুড়িগ্রামের যে লোকই আমার সাথে কথা বলেছে আমি তাদেরকেই বলেছি আপনারা সাইডে গিয়ে কাজ বুঝে নেয়ার চেষ্টা করবেন। কারন এই ভবনটি আপনাদের তথা কুড়িগ্রাম জেলাবাসীর সম্পদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top