সকল মেনু

পিতার পাশে চিরঘুমে চাষী নজরুল

80619_4587মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর গ্রামে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক চাষী নজরুল ইসলাম।

সোমবার বিকাল ৫টার দিকে তার অন্তিম ইচ্ছানুসারে পিতার পাশে দাফন সমাহিত করা হয়।

এর আগে, বিকেল সোয়া ৩টার দিকে জেলার এই কৃতি সন্তানের মরদেহ তার পৈত্রিক বাড়ি জেলার শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে আনা হলে স্বজনদের ভিড় পড়ে যায় তাকে এক নজর দেখার জন্য। অনেককে আহাজারি করে কাঁদতে দেখা যায়। চাষী ওই এলাকায় সবার কাছে অত্যান্ত প্রিয়মুখ ছিলেন। গরিবদের প্রতি ছিল তার নিবিড় ভালবাসা। তাইতো তারা দলমত নির্বিশেষে এলাকার সকলেই এক নজর দেখে সমাহিত করতে ছুটে আসেন।

এরপর বিকাল পৌনে ৫টার দিকে সমষপুর গ্রামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নামে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত চাষী নজরুল ইসলাম রবিবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে এ গুণী পরিচালকের বয়স হয়েছিল ৭৩ বছর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top