সকল মেনু

অবরোধে ট্রেনের শিডিউল বিপর্যয়; যাত্রীদের দুর্ভোগ

tranনিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী চলা অবরোধের কারণে গতরাত থেকেই শিডিউল বিপর্যয় ঘটেছে ট্রেনে। এসময় ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটের ট্রেন দশ থেকে পনেরো ঘণ্টা দেরিতে ছেড়েছে।

সময়মতো নির্ধারিত ট্রেন না আসায় গতরাতে কমলাপুর রেলস্টেশনে ছিলো অপেক্ষমাণ যাত্রীদের ভিড়। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, খুলনা ও চট্টগ্রামগামী যাত্রীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী গতকাল সকালে ট্রেন ছাড়ার কথা থাকলেও মধ্যরাত পর্যন্ত সেসব ট্রেনের জন্য অপেক্ষা করেন তারা। আবার, ট্রেন দেরিতে আসায় ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে শীতের মধ্যেই অনেকেই চেপে বসেন ট্রেনের ছাদে।

অন্যদিকে, স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে রেললাইনে নাশকতা ও ট্রেনের গতি কমানোর কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেক বেশি দেরিতে ছাড়ছে। এরফলে তীব্র শীতের মধ্যে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top