সকল মেনু

আইনমন্ত্রীর বাসায় বোমা হামলা

80410_124নিজস্ব প্রতিবেদক : বিএনপির লাগাতার অবরোধের মধ্যে চতুর্থ দিনে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আনসার সদস্য আহত হয়েছে।

বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন জানান, শুক্রবার রাত ৮টার পর বনানী দুই নম্বর রোডে আইন মন্ত্রীর বাসার সীমানার ভেতরে হাতবোমাটি বিস্ফোরিত হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এম মাসুম জানান, বাইরে থেকে ছুড়ে দেওয়া হাতবোমাটি বাসার সীমানার ভেতরে বিস্ফোরিত হলে সেখানে রাখা গাড়ির কাচ ভেঙে যায়।

ঘটনার সময় মন্ত্রী বাসায় ছিলেন না বলে জানিয়েছেন মাসুম।

এর আগে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে। একই দিনে ভোরের দিকে ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top