সকল মেনু

মির্জা ফখরুলের রিমান্ড ও জামিন আবেদন নাকচ, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফাইল ফটো
ফাইল ফটো

আদালত প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা রাজধানীর পল্টন থানায় করা গাড়িতে আগুন দেয়ার মামলার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে কারাফটকে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বর ও এজেলাশের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

মামলার নথিসুত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটের সময় বায়তুল মোকররম মসজিদের উত্তর গেটে দাঁড়িয়ে থাকা নিউ ভিশন কোম্পানির একটি যাত্রাবাহী বাসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। পল্টন মডেল থানার এসআই মো. জুলহাস মিয়া দণ্ডবিধির ১৪৩/৪৩৬, ৩০৭, ৪২৭, ১০৯/১১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে মামলাটি দায়ের করেন। এরআগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top