সকল মেনু

ভোলায় বিজেপির বিক্ষোভ

 ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান, ২০ দলের শীর্ষ নেতা ও ভোলা সদর আসনের সাবেক এমপি ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ’র বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে ৩ জানুয়ারী শনিবার ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিজেপি। সকাল ১১টার দিকে দলের হাজার-হাজার নেতা-কর্মী শহরের নতুন বাজারের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। সকাল সাড়ে ১১টায় মিছিলটি বাংলাস্কুল মোড় অতিক্রম করার চেষ্টা করলে সেখানে আগে থেকে অবস্থানরত বিপুল সংখ্যক পুলিশ বিজেপির মিছিল বাঁধা দেয়। এ সময় দলীয় কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে কিছুক্ষন পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলের স্থানীয় শীর্ষ কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে ১২টার দিকে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিজেপির জেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিজেপি নেতা মোতাসিম বিল্লাহ, সামছুদ্দিন আহমেদ, নুরে আলম ছিদ্দিকী টিটু প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে বিজেপি চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top