সকল মেনু

শ্রীলঙ্কার উদ্দেশ্যে চালের প্রথম চালান

9

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: স্বাধীনতার পর প্রথমবারের মতো সরকারিভাবে চাল রপ্তানি করতে যাচ্ছে সরকার।

আজ দুপুরে প্রথম দফায় সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে।

জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বাংলার কাকলী প্রথম দফায় সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। চাল বোঝাই শেষে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটিতে অপেক্ষা করছে জাহাজ ‘বাংলার কাকলী’। এর মধ্যে দিয়ে খাদ্য শস্য আমদানি নির্ভর দেশ থেকে রপ্তানিতে নতুন অধ্যায়ের যাত্রা শুরু করছে বাংলাদেশ।

জানা যায়, সম্প্রতি শ্রীলঙ্কান হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় সিদ্ধ চাল নেয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ সরকারকে। শ্রীলঙ্কার প্রস্তাব পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় দেশে পর্যাপ্ত মজুত সাপেক্ষে শ্রীলঙ্কায় সর্বোচ্চ এক লাখ টন পর্যন্ত চাল রপ্তানির প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্তের আলোকে খাদ্য মন্ত্রণালয় দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি চালের পর্যাপ্ত মজুত থাকায় প্রথমবারের মতো চাল রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করে। বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়ার পর সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চাল রপ্তানির ব্যাপারে নীতিগত অনুমোদন প্রদান করে।

খাদ্য অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম জানান, বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কায় চাল রপ্তানি করছে। প্রথম দফায় শ্রীলঙ্কা ২৫ হাজার টন চাল কিনবে। এর মধ্যে ১২ হাজার টন চাল নিয়ে প্রথম জাহাজটি শনিবার দুপুরের মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে। ইতিমধ্যে বাংলার কাকলি জাহাজে চাল বোঝাই সম্পন্ন হয়েছে।

এদিকে, চাল ব্যবসায়ীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এতে কৃষকরা ধান চাষে উৎসাহিত হওয়ার পাশাপাশি ফসলের ন্যায্য দাম পাবেন।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top