সকল মেনু

কুড়িগ্রামে তিন দিনব্যাপী মিনি ইজতেমা শুরু

18

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ধরলা ব্রীজ পূর্বপাড়ের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনের অষ্টম বারের মত তিন দিন ব্যাপী মিনি ইজতেমা বৃহস্পতিবার শুরু হয়েছে। দুপুরে চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজতেমার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। আগামী রোববার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে। কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সদর ও ইজতেমা এন্তেজামিয়া কমিটির আহŸায়ক আলহাজ্ব জহুরুল হক জানান- তিন দিন ব্যাপী মিনি ইজতেমায় বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীম উপস্থিত থেকে ৭টি বয়ান পেশ করবেন। এছাড়াও ইজতেমায় ২৫-৩০ জন দেশ-বরেণ্য আলেম-ওলামা ও চরমোনাইর মরহুম পীর ফজলুল করীমের খলিফা ও সাহেবজাদারা নসিয়ত পেশ করবেন। ইজতেমায় ১০ লক্ষাধীক মুছল্লীর ধারণক্ষমতা সম্পন্ন পেন্ডেল তৈরী সহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রতিবারের মত এবারো মহিলাদের জন্য পৃথক প্যান্ডেল তৈরী করা হয়েছে বলেও জানান তিনি। ইজতেমা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ৪’শ স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। আগত মুছল্লীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার জন্য একটি অস্থায়ী হাসপাতালও স্থাপন করা হয়েছে।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top