সকল মেনু

ঢাবিতে বাংলাদেশ-সার্ন কর্মশালা শুরু

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: পারমাণবিক ও মৌলিক পদার্থবিজ্ঞানে প্রথমবারের মতো তিন দিনব্যাপী বাংলাদেশ-সার্ন (ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ) কর্মশালা শুরু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসে (সিএআরএস) কর্মশালা শুরু হয়েছে।

কর্মশালার আয়োজন করেছে ঢাবি বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস।

এদিক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. এএম হারুন-অর-রশিদ, বোস সেন্টারের পরিচালক অধ্যাপক শামীমা কে চৌধুরী।

কর্মশালায় বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও শিক্ষার্থীদের পাশাপাশি সার্ন ও ভারত থেকে আগত পদার্থবিজ্ঞানী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সার্ন এবং বাংলাদেশ সরকার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সার্নে গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবে।

মহাবিশ্বের শুরুতে পদার্থের ভর সৃষ্টিকারী হিগস-বোসন বা ঈশ্বর কণার অস্তিত্ব প্রমাণ করার পর সার্ন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top