সকল মেনু

পবিপ্রবি’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

10

হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ফলাফল পবিপ্রবির ওয়েবসাইটে (www.pstu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ বোর্ডে জানা যাবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটে ৭টি অনুষদের ৬১৭টি আসনের বিপরীতে ১১হাজার ৫৫৫পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ‘এ’ ইউনিটে (কৃষি, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মাৎস্য বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স) ৪৬৮টি আসনের বিপরীতে ৫১৭৭জন, ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা-বিএএম) ৮৩টি আসনের বিপরীতে ২৯১৪জন এবং ‘সি’ ইউনিটে(কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ) ৬৬টি আসনের বিপরীতে ৩৪৬৪জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top