সকল মেনু

মোদির আগে মমতা

ঢাকা :: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন। এসময় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয়ে সার্ক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সার্ক সম্মেলন অত্যন্ত সফল হয়েছে বলে আমরা মনে করি। সম্মেলনের বিশেষ অর্জনের মধ্যে রয়েছে জ্বালানি সহযোগিতাবিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষর। এর মাধ্যমে সার্কভূক্ত দেশের মধ্যে বিদ্যুৎ কেনা-বেচার পথ সুগম হলো।
তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোটর ভেহিক্যাল ও রেল সহযোগিতা চুক্তি সই হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top