সকল মেনু

জোট ভেঙে এসে প্রমাণ করুক যে রাজাকারের দল নয়-জয়

 নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে  রাজাকারের দল হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সুশাসন’ র্শীষক এক সেমিনারে তিনি বলেন, ‘বিএনপি যদি রাজাকারের দল না নয়, তাহলে রাজাকারদের জোট ছেড়ে আসুক, জোট ভেঙে এসে প্রমাণ করুক যে রাজাকারের দল নয়। তার আগে বলা ও বিশ্বাস করা যাবে না।’ জয় আরো বলেন, ‘রাজাকারদের স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে এনেছেন জিয়াউর রহমান। এটা তারা কোনোমতেই অস্বীকার করতে পারে না।’

সরকারের সমালোচনা করে মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন সম্পাদকীয় এবং তথ্যের প্রসঙ্গ টেনে জয় বলেন, ‘সরকারের এই হচ্ছে, ওই খারাপ হচ্ছে, ওই ভুল হচ্ছে বলে সমালোচনা করতেই থাকে এরা। ভালো কিছু কি হচ্ছে না? তখন তাদের বলি, কেন এমন বলছেন? তখন তারা বলে, আওয়ামী লীগকে আরো ভালো করতে হবে। আওয়ামী লীগের কাছে আরো ভালো চাই। মিডিয়ার মানুষদের আমি বলি, এত উন্নয়নের কাজ হয়েছে, একের পর এক আন্তর্জাতিক পুরস্কার, আন্তর্জাতিক নির্বাচনে জিতে আসছি। তারপর কীভাবে বলেন, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। ভুল তো হবেই, আমরা তো মানুষ, জাদুকর নই।’

তিনি অভিযোগ করেন, ‘আজ দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপপ্রচার, মিথ্যাচার চলছে। পঁচাত্তরের পর থেকেই এটা চলছে। এটা বৃহৎ পরিকল্পনার অংশ। একে মোকাবিলা করতে হবে। স্কুলের বই বিকৃত করা হয়েছে। এটা করা হচ্ছে প্রকৃত ইতিহাসকে চাপা দেওয়ার জন্য। এটা কারা করেছে, কেন করেছে, সেটা আমাদের খুঁজে দেখতে হবে।’

সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। কে কী বলল তাতে আমাদের কিছু যায়-আসে না। এখন আমাদের কোনো দেশকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমরা আমাদের মতো চলব।’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘সাঈদীকে যখন আদালত আমৃত্যু কারাদণ্ড দেন, তখন অনেকেই বলেন, জামায়াতকে বাঁচাতে এ ধরনের রায় দেওয়া হয়েছে। তাদের উদ্দেশে বলতে চাই, জামায়াতকে যদি বাঁচাতেই হয়, তাহলে জন কেরির আদেশ অমান্য করে কি আমরা কাদের মোল্লাকে ফাঁসি দিতাম? সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন একটি আদালত। আদালতের রায়ের বিষয়ে সরকার কী করতে পারে? আমরা বলতে পারি আদালতের ভুল হয়েছে, ভুল রায় দিয়েছেন কিন্তু বলতে পারি না যে ষড়যন্ত্র হয়েছে।’

সেমিনারে সূচনা বক্তব্য দেন সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, চিত্রশিল্পী হাশেম খান ও ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top