সকল মেনু

চট্টগ্রাম চেম্বারের সঙ্গে কানাডীয় হাইকমিশনের মতবিনিময়

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে বাংলাদেশস্থ কানাডীয় হাই কমিশনের সিনিয়র এডুকেশন এডভাইজর শাহীন ইসলাম ও ট্রেড অফিসের কাজী গোলাম ফরহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশী শিক্ষার্থীদের কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণ এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয়পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী ও মোঃ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু চট্টগ্রামের শিক্ষার্থীদের কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মসূচী গ্রহণের জন্য কানাডিয়ান হাই কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত উল্লেখপূর্বক প্রতিযোগিতামূলক বিশ্ব শ্রম বাজারে সক্ষমতা অর্জনে দক্ষ মানব সম্পদ তৈরিতে মানসম্পন্ন কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কানাডিয়ান সরকারের ভূমিকার প্রশংসা করেন। মাহবুবুল আলম এতদঞ্চলের প্রকৃত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া অধিকতর সহজীকরণেরও অনুরোধ জানান। চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ দক্ষ মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে এক্ষেত্রে কারিকুলাম তৈরিতে কানাডিয়ান সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। এডভাইজর শাহীন ইসলাম চট্টগ্রামের শিক্ষার্থীদের মেধাবী উল্লেখ করে বলেন, কানাডা হচ্ছে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য একটি আকর্ষণীয় দেশ। তিনি কানাডার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়াকে অন্যান্য দেশের তুলনায় সহজ উল্লেখ করে তৃতীয় কোন পক্ষ বা এজেন্টের মাধ্যমে যোগাযোগ না করে সরাসরি কানাডিয়ান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান এবং হাই কমিশনের উদ্যোগে আগামী ছয় মাসের মধ্যে চট্টগ্রামে শিক্ষা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠানের ইচ্ছা ব্যক্ত করেন। মিস শাহীন নিরন্তর সহযোগিতার জন্য চেম্বার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top