সকল মেনু

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা পর্তুগালের বিপক্ষে

  ক্রীড়া ডেস্ক : আগামী ১২ নভেম্বর লন্ডনের ওয়েস্টহ্যাম ইউনাইটেডের আপটন পার্ক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৮ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবেন মেসি-আগুয়েরোরা।

আসন্ন দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। অবশ্য এবার তিন বছর পর আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন কার্লোস তেভেজ।

এদিকে, ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে অনেকটা বিষাদেই রয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে যেমন ছিল নেইমার-মেসির লড়াই তেমনি আগামী মাসে সেই লড়াইটা হবে মেসি বনাম রোনালদোর।

১৮ নভেম্বর পর্তুগাল-আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনার স্কোয়াড :

গোলরক্ষক : নাউয়েল গুজম্যান,  উইলফ্রেদো কাবালেরো এবং সার্জিও রোমেরো।

ডিফেন্ডার : নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান আনসালদি, পাবলো জাবালেতা, ফেদেরিকো ফাসিও, ফেদেরিকো ফের্নান্দেস, এসেকিয়েল গারাই, ফাকুন্দা রোনকাগ্লিয়া, মার্কোস রোহো ও মার্টিন ডেমিচেলিস।

মিডফিল্ডার : এরিক লামেলা, হাভিয়ের পাস্তোরে, এনসো পেরেজ, নিকোলাস গাইতান, হাভিয়ের মাসচেরানো, এভের বানেগা, রবার্তো পেরেইরা, লুকাস বিগলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া ।

ফরোয়ার্ড : গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ ও লিওনেল মেসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top