সকল মেনু

প্রধানমন্ত্রী দেশের পথে

  নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন দিনের সরকারী সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে দেশের উদ্দেশে দুবাই ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান স্থানীয় সময় বিকেল ৬ টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা পৌঁছার কথা রয়েছে। আরব আমিরাতের সমাজ কল্যানমন্ত্রী মরিয়ম মোহাম্মদ খালফান আল রুমি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ ইমরান এবং উভয় দেশের উর্ধতন কর্ম কর্তাগন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এই সফরে প্রধানমন্ত্রী ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যুবরাজ এবং পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে প্রথম সফরে শনিবার আবুধাবি পৌঁছান শেখ হাসিনা। তার সফরকালে সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তর চুক্তি ও বাংলাদেশ নারীকর্মী পাঠানোর বিষয়ে চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top