সকল মেনু

চাঁদপুরে ইলিশ মাছ কেনার দায়ে জরিমানা দিতে হল ২৫ ক্রেতাকে

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের নদীতে জাল ফেলা থেকে বিরত রাখার চেষ্টা বিফল হবার পর এবার ইলিশ ক্রেতাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে চাঁদপুরের প্রশাসন। শনিবার সকাল থেকে চাঁদপুরের বহরিয়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই পথে চলাচলকারী সব ধরনের যানবাহনে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইলিশ উদ্ধার করে। এসব ইলিশ হালি হিসেবে তুলনামূলক কম দামে কিনে এনেছিল দূর-দূরান্ত থেকে আসা লোকজন। প্রজনন মৌসুমের ১১ দিন ইলিশ শিকার, সংরক্ষণ, বিপণন, পরিবহন নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ আলম সিদ্দিকী হটনিউজ২৪বিডি.কমকে জানান, শনিবার দুপুর পর্যন্ত মাচ ধরার অপরাধে ১২ জন জেলেকে এক বছরের করে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া মাছ পরিবহনের দায়ে প্রায় ২৫ জন ক্রেতার কাছ থেকে ৪৬ হাজার টাকা জরিমানা আদায়, প্রায় ৩০০ কেজি মাছ আটক  ও ৫০ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top