সকল মেনু

বেতনের সাড়ে ১১ লাখ টাকা চাওয়ায় কলেজের অধ্যক্ষকে পেটালেন আওয়ামীলীগ নেতা

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বেতনের  বকেয়া টাকা চাওয়ায় এক অধ্যক্ষকে মারধর করেছেন কলেজের প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা এম এ রহিম শহিদ ও তার ভাই পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দূপুরে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে আলহাজ্ব মখলিছুর রহমান কলেজে এ ঘটনা ঘটে। মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমানে মখলিছুর রহমান কলেজের অধ্যক্ষ ননী গোপাল রায় জানান, তার ৪ বছর ৩ মাসের বেতন  বাবৎ সাড়ে ১১ লাখ টাকা আটকা পড়ায় আসন্ন দুর্গাপুজা উপলক্ষে তিনি তার পাওনা চান। এতে ক্ষিপ্ত হয়ে কলেজের প্রতিষ্ঠাতা ও আওয়ামীলীগ নেতা এম এ রহিম শহিদ ও তার ছোট ভাই মুজিব অধ্যক্ষ ননী গোপাল রায়ের শরীরে হাত তোলেন। কলেজের দাতা সদস্য মুজিব বড়ভাই রহিম শহিদের পায়ে ধরে মাপ চাইতে নির্দেশ দিলে কলেজের অধ্যক্ষ এর প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে দু’ভাই মিলে প্রথমে কিল-ঘুষি মারেন। এক পর্যায়ে মাটিতে ফেলে পা দিয়ে লাথি মারেন। শেষে তারা নিজেদের পাদুকাও ব্যবহার করেন মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক এই অধ্যক্ষের গায়ে। এই সময় উপস্থিত অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে অধ্যক্ষকে রক্ষা করেন। পরে কলেজের প্রতিষ্ঠাতা দুই ভাই রিজাইন লেটার লিখিয়ে জোরপূর্বক স্বাক্ষর রাখেন অধ্যক্ষের। কলেজ প্রতিষ্ঠাতার অর্থ-বিত্তের কাছে অসহায় আত্মসমর্পণ করে নীরবে কলেজ ছাড়েন। পরে সন্ধ্যালগ্নে একটি বাসে করে মৌলভীবাজার থেকে  সবার আগোচরে সিলেটে বাসায় যাত্রা করেন। বাসায় পৌঁছার পর মারধরের ঘটনায় অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেন। ননী গোপাল রায় ২৭ সেপ্টেম্বর রাত ৮টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিককের জানান এ বিষয়ে কারো সাথে কথা বললে পার্শ¦বর্তী সূর্যপাশা গ্রামের আত্মীয়স্বজনকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেন। তিনি আরও জানান, গত ১৯ সেপ্টেম্বর বাংলা বিভাগের অধ্যাপক দীপংকর সিংহকে তার কয়েক মাসের পাওনা বেতন চাইলে তাকেও একটি কক্ষের মধ্যে আটকিয়ে শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়। অশ্রুভেজা কন্ঠে তিনি বলেন ৪০ বছরের চাকুরী জীবনে যে অপমানিত হয়েছি তা নিয়ে কি ভাবে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। সৃষ্টি কর্তা যদি আমাকে এ পৃথিবী থেকে নিয়ে গেলে সব অপমান মুছে যাবে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান। রাতেই ননী গোপাল রায় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর কাছে এ বিষয়ে অভিযোগ করেন।  এ ব্যাপারে সন্ধ্যা সাড়ে ৭ টায় কলেজের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান একটি ঘটনা ঘটেছে তার ছোট ভাইয়ের সাথে তবে তিনি বিস্তারিত জানেন না বলে জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top