সকল মেনু

এবারো চাঁদাবাজির অভিযোগ আসতে শুরু করেছে: ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক, সাভার : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের আগে পশুবাহী গাড়ি ও যাত্রী পরিবহণে চাঁদাবাজির অভিযোগ অমূলক নয়।’শুক্রবার সাভারের আশুলিয়ায় বাইপাইল পয়েন্ট পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে প্রতিবারের  মতো এবারো চাঁদাবাজির অভিযোগ আসতে শুরু করেছে। যা অমূলক নয়। তাই অভিযোগগুলো আমলে নিয়ে চাঁদাবাজি মুক্ত ঈদ উদযাপনে সরকার সক্রিয় রয়েছে। এ বিষয়ে পুলিশসহ সব আইনশৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’ দেশের বিভিন্ন স্থানে সড়কের বেহাল অবস্থার জন্যে বৃষ্টিকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘ ঈদ ও পূজায় ঘরমুখো যাত্রীদের যাতে দুর্ভোগে পড়তে না হয় তা নিশ্চিত করতে বৃষ্টির মধ্যেই সংস্কার কাজ করতে বলা  হয়েছে। বৃষ্টিও হচ্ছে, সংস্কার কাজও চলছে। গত রোজার ঈদের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো। এরপর ও কিছু কিছু গণমাধ্যমে সড়ক নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে।’ ঘুরমুখো যাত্রীদের এভাবে আতঙ্ককিত না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top