সকল মেনু

পুলিশের কর্তব্য কাজে বাধা: আমানদের বিচার শুরুর নির্দেশ

 আদালত প্রতিবেদক: পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৩ জনের বির“দ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আতাউল হক এ চার্জ গঠন করেন। মামলার অপর আসামি হলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। আগামি ১১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ১৮ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢোকার চেষ্টা করেন আসামিরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয় ও তাদের সরকারি কাজে বাধা দেন। এমন অভিযোগ এনে বিমানবন্দর থানার এসআই তোফাজ্জল হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন। এদিকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুকসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহন পিছিয়ে আগমী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের করণে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ তারেক  মঈনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, রুহুল কবির রিজভী, জয়নাল আবদিন ফারুক ও আমানউল্লাহ আমানসহ ১৪৭ নেতাকর্মী। মামলার নথি সুত্রে জানা গেচে, গত বছর ১১ মার্চ বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ২০১৩ সালে ২৪ মার্চ ১৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপরে ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর জন্য সাক্ষ্য গ্রহনের নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top