সকল মেনু

সেই স্নোডেন নোবেল পুরস্কার পেলেন!

 আন্তর্জাতিক ডেস্ক,ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী গোপন নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তৈরিকারী এডওয়ার্ড স্নোডেন নোবেল পুরস্কার লাভ করেছেন।চোখ কপালে তোলার মতো ঘটনা হলেও, এটা আসলে নোবেল নয়। বুধবার সুইডেন থেকে ঘোষিত ‘রাইট লাইভিলুহুড অ্যাওয়ার্ড’ -২০১৪ মনোনয়ন পান স্নোডেন। এটিকে বিকল্প নোবেল বলেন অনেকে। খবর: আল জাজিরা। সাবেক মার্কিন এ গোয়েন্দা কর্মকর্তার এ পুরস্কারকে নোবেলের বিকল্প বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র দ্য গার্ডিয়ানের সম্পাদক অ্যালান রাসব্রিডজার। যার পত্রিকাতে স্নোডেনের ‍ফাঁসকৃত নথি  ধারাবাহিকভাবে প্রকাশিক হয়। যা পরবর্তীতে বিশ্বব্যাপী তুমুল আলোড়ন তৈরি করে। স্লোডেন ছাড়াও পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, এশিয়ান মানবাধিকার কমিশনের বাসিল ফার্নেন্দো এবং যুক্তরাষ্ট্রের পরিবেশবাদী বিল ম্যাককিবেন এই পুরস্কারে জেতেন। এর অর্থমূল্য হিসেবে তাদের দেড় মিলিয়ন ক্রোনার, অর্থাৎ প্রায় ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। নোবেল পুরস্কারে না পাওয়ার অবহেলায় ১৯৮০ সাল থেকে সুইডেনের নাগরিক জ্যাকব ভন উয়েজকাল এ পুরস্কারের প্রবর্তন করেন। এই ফাউন্ডেশনের বতর্মান পরিচালক জ্যাকব ভনের ভাতিজ‍া উলে ভন জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর বিজয়ীদের হাতে স্টকহোমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে স্নোডেনের যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তার ব্যাপারে ভন বলেন, আমরা এ নিয়ে সুইডিশ সরকার ও স্নোডেনের আইনজীবীর সঙ্গে কথা বলেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top