সকল মেনু

ওয়ালটন পণ্য নেপালবাসীর মন জয় করেছে-মাধব কুমার নেপাল

 অর্থনৈতিক প্রতিবেদক: নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেছেন, বাংলাদেশের ওয়ালটন পণ্য নেপালবাসীর মন জয় করেছে। দামে তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এই পণ্য নেপালে দ্রুত জনপ্রিয় হচ্ছে। উচ্চমানসম্পন্ন ওয়ালটন পণ্যের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তিনি বলেন, ওয়ালটনের বাজার সম্প্রসারণে এই ব্যাপক অগ্রযাত্রা স্মরনীয় হয়ে থাকবে।  নেপালে ওয়ালটনের ন্যাশন ওয়াইড ডিস্ট্রিবউশন লঞ্চিং সিরিমনিতে প্রধান অতিথির বক্তব্যে মাধব কুমার নেপাল এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘নেপালে ওয়ালটনের কর্মকান্ড দেখে আমি গর্বিত। এখানে ওয়ালটনের সাফল্যে আমি উচ্ছসিত।’ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেপালবাসীর অবদান স্মরণ করে তিনি আরো বলেন, ‘আশা করি নেপালী বন্ধুদের সহযোগিতায় এখানে ওয়ালটন অনেক এগিয়ে যাবে। আমি ভারতেও ওয়ালটন পণ্য প্রবেশ করতে দেখেছি।’শুক্রবার সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর এভারেস্ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় জাকজমকপূর্ন ওই লঞ্চিং সিরিমনি। এর মাধ্যমে গ্লোবাল ব্র্যান্ড এক্সিলেন্স এ্যাওয়ার্ড প্রাপ্ত ওয়ালটন নেপালের প্রত্যন্ত অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউশন ও প্রোডাক্ট লঞ্চিং শুরু করলো। যদিও অনেক আগে থেকেই নেপালের বাজারে পণ্য বিপণন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন। বিশেষ অতিথির বক্তব্যে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, ‘আজ আমাদের জন্য একটি সুখের দিন। নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ওয়ালটনকে ধন্যবাদ তারা নেপালে কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ করছে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (ফরেইন ট্রেড মনিটরিং) নজরুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) হুমায়ুন কবীর, ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর এন্ড মিডিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম, রিডা ইনকরপোরেটেড প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ডা. মোখতার আলম আনসারি, ব্যবস্থাপনা পরিচালক সরফরাজ আনসারি। এতে সভাপতিত্ব করেন নেপালে ওয়ালটনের সোল ডিস্ট্রিবিউটর রিডা ইনকরপোরেটেড প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নওশাবা সরফরাজ। অনুষ্ঠানে নেপালের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ দূতাবাসের উর্ধতন কর্মকর্তা, সাংবাদিক ও শীর্ষ ব্যবাসায়ীরা উপস্থিত ছিলেন। মাধব কুমার নেপাল বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওয়ালটনের প্রতি, বাংলাদেশী পণ্যের প্রতি তাদের কমিটমেন্ট দেখে আমি মুগ্ধ। বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সে দেশের একজন গুরুত্বপূর্ন প্রতিমন্ত্রীকে এই অনুষ্ঠানে দেখে আমরা অতি আনন্দিত। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। উল্লেখ্য, রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন জেলায় চলছে ওয়ালটনের বিপণন কার্যক্রম। ধীরে ধীরে নেপালের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে ওয়ালটন পণ্য। বাংলাদেশের মতো নেপালের বাজারেও শীর্ষস্থান অর্জনের লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা। এরইমধ্যে নেপালের ক্রেতাদের মন জয় করেছে মেইড ইন বাংলাদেশখ্যাত ওয়ালটন পণ্য। রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বরে অবস্থিত রিডা ইনকরপোরেটেড প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে প্রতিদিনই ভীড় করছেন আগ্রহী ডিস্ট্রিবিউটর, ডিলার ও ক্রেতারা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) নেপালের পোখারায় আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর রিজার্ভ ইনভেস্টমেন্ট কোম্পানি প্রাইভেট লিমিটেড এর শোরুম। পর্যায়ক্রমে নেপালের সর্বত্র বিপণন কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। সাশ্রয়ী মূল্য এবং পণ্যের গুনগত উচ্চমানের কারণে এখানে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ওয়ালটন। উল্লেখ্য, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাহিদার প্রেক্ষাপটে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নতুন আরেকটি ফ্রিজ কারখানা স্থাপন করছে ওয়ালটন। বর্তমানে বিশ্বের ১৭ টি দেশে রপ্তানি করছে তারা। আগামি কয়েক বছরের মধ্যে অন্তত ৫০ টি দেশে পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। #

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top