সকল মেনু

গণজাগরণের দুই পক্ষের সংঘর্ষ

  নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশে মঞ্চের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ কর্মী-সংগঠক আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষ হয়। এ ছাড়া সমাবেশ থেকে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। গণজাগরণ মঞ্চের কামাল পাশা অংশের সংগঠক হাবিবুল্ল্যাহ মেজবাহ হটনিউজ২৪বিডি.কমকে বলেন, ‘ইমরান এইচ সরকারের কর্মীরা উসকানিমূলকভাবে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের সংগঠক মেহদী, শাহীনসহ আরো দু-তিনজন আহত হয়েছেন।’ এদিকে ইমরান এইচ সরকার অংশের সংগঠক, স্লোগানকন্যা-খ্যাত লাকী আক্তার হটনিউজ২৪বিডি.কমকে বলেন, ‘কামাল পাশা অংশের সমর্থকেরা পূর্বপরিকল্পা অনুযায়ী হামলা চালায়। কারণ, আমাদের মঞ্চকে উদ্দেশ করে দুপুর থেকে উসকানিমূলক কথাবার্তা বলছিল তারা। আমরা যখন সন্ধ্যায় মিছিল করে ফিরে আসছিলাম, তখন পুলিশ পেছন দিক থেকে হামলা চালায়। সে সময় তারাও চেয়ার, বাঁশ, ইট দিয়ে আমাদের ওপর হামলা চালায়। কিন্তু তখন পুলিশ নীরব ভূমিকা পালন করে।’ তিনি আরো জানান, এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শাহবাগে তারা সমাবেশ করবেন। এদিকে ইমরান এইচ সরকার অংশের সঙ্গে কথা বলে জানা যায়, কামাল পাশা অংশের সমর্থকদের হামলায় তাদের মুখপাত্রসহ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন যারা, তারা হলেন : ইমরান এইচ সরকার, মামুন, তানজিল, রাসেল ও শিমুল। এদিকে শাহবাগ থানার এসআই মুজিবুর রহমান সন্ধ্যা ৭টার দিকে হটনিউজ২৪বিডি.কমকে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top