সকল মেনু

কৃষি অফিসের ছাদ ধ্বস;রক্ষা পেলেন ২ কর্মকর্তা

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিল্ডিং এর ছাদের একাধিক অংশ ধ্বসে পড়েছে। এসময় অফিসে কর্মরত ২ কর্মকর্তা অল্পের জন্য রক্ষা পান।  ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ২টায় উপজেলা কৃষি অফিসে। জানা যায়, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি ভবনে জীবনের ঝূঁকি নিয়ে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে আসছেন। গতকাল ১০ সেপ্টেম্বর বুধবার বেলা ২টার দিকে অফিসে কাজ করছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মালিক ও উপসহাকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) মোঃ আব্দুল নবী। এসময় হঠাৎ করে অফিসের ছাদের একটি অংশ ধ্বসে তাদের টেবিল ও কক্ষের মেঝেতে ছিটিয়ে পড়ে। এসময় আতংকিত হয়ে অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় মোঃ আব্দুল নবীর শরীরে পলেস্তরার টুকরো পড়ে আঘাত প্রাপ্ত হন। আতংকিত কর্মকর্তারা ধ্বসে পড়া কক্ষের মালামালসহ ২টি কক্ষেও যাবতীয় কাগজপত্রাদি অন্যত্র সরিয়ে নিয়েছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণ কুমার সিংহ জানান, উপসহকারী কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ফাটল ভবনে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। উচ্চ পর্যায়ে ভবনের বিষয়টি অবগত করলেও কোন সুরাহা হচ্ছে না। এ ধ্বসের ঘটনায় তারা আতংকিত রয়েছেন। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামছুউদ্দিন বলেন, আল্লাহর রহমতে কোন দূর্ঘটনা ঘটেনি। এই ভবনটি পুরানো। বর্তমানে ট্রেনিং রুমে অফিসের কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top