সকল মেনু

বাজারে আসছে থ্রি-ডি প্রিন্টারে ছাপা ব্রা

  বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আপনি হয়তো আজও জানেন না সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করছেন কিনা। দেশের ৮০-৮৫ শতাংশ মহিলাই দিনের পর দিন ভুল মাপের অন্তর্বাস পরতে বাধ্য হচ্ছেন। আর এজন্য অনেকেই ধীরে ধীরে নানা অসুখের শিকারও হচ্ছেন তারা। বাজারে যেসব ব্র্যান্ডগুলো অন্তর্বাস তৈরি করে তা গড়পড়তা মাপের। এই কারণে অনেক সময় পোশাকের মাপের সঙ্গে আমাদের আপোস করতে হয়। খেয়াল করে দেখবেন, প্রথম কয়েক দিন মাপ ঠিক মনে থাকলেও কিছু দিনের মধ্যেই তা ঢিলে হয়ে যায় বা আঁটোসাঁটো ঠেকে। এমন যদি হয় যে প্রত্যেকের শরীরের মাপ অনুযায়ী অন্তর্বাস তৈরি করার অপশন থাকবে! এমনটা যে একেবারেই হয় না তা কিন্তু নয়, তবে সেই অন্তর্বাসের দাম অনেক সময়েই আমাদের সাধ্যের বাইরে চলে যায়। এ  সমস্ত সমস্যার মুশকিল আসান করতে বাজারে আসছে থ্রি-ডি প্রিন্টেড ব্রা। সম্প্রতি থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে শরীরের মাপ অনুযায়ী মহিলাদের সঠিক অন্তর্বাস তৈরি করার পরিকল্পনা করেছে ‘জয়ফিট’ নামে একটি সংস্থা। তবে কিভাবে তৈরি হবে এসব অন্তর্বাস? সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মোবাইল ফোনে ডাউনলোড করা যায় এমন একটি অ্যাপের মাধ্যমে পছন্দসই অন্তর্বাসের অর্ডার দেওয়া সম্ভব হচ্ছে। প্রথমে মোবাইল ফোন ক্যামেরায় শরীরের উর্ধ্বাংশের ছবি তুলতে হবে। প্রশ্ন উঠেছে, এই সমস্ত ব্যক্তিগত ভিডিওর গোপনীয়তা বজায় থাকার নিশ্চয়তা কতটুকু। এসব প্রশ্ন মোটেও অমূলক নয়। তবে জয়ফিটের তরফ থেকে এ সম্পর্কে গোপনীয়তা রক্ষার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। তবে মর্জি-মাফিক অন্তর্বাসের অর্ডার দিতে হলে এ সংস্থাকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। সে যাই হোক, ছবি তোলার পর ডাউনলোড করা জয়ফিটের নিজস্ব অ্যাপের সাহায্যে পছন্দসই মাপ ও ডিজাইন বেছে নিতে হবে ক্রেতাদের। এবার নিজের তোলা ভিডিওর সঙ্গে পছন্দ করা ফিটটি পাঠিয়ে দিতে হবে সংস্থার মেইল অ্যাড্রেসে। আপনার পাঠানো ভিডিও অনুযায়ী ব্রা-এর মধ্যে থাকা সিলিকোন প্যাডিংয়ের মাপ নির্দিষ্ট করা হবে। এরপর থ্রি-ডি প্রিন্টারে তা ছাপিয়ে আপনার ঠিকানায় পৌঁছে যাবে যথাযথ মাপের অন্তর্বাসটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top