সকল মেনু

পৌরসভার সক্ষমতা বাড়াতে সাড়ে ১২ কোটি ডলার দিচ্ছে এডিবি

  অর্থনৈতিক প্রতিবেদক : দেশের ৩১টি পৌরসভার সক্ষমতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ১২ কোটি ৫০ লাখ ডলারের ঋণ চুক্তি করেছে সরকার। ‘তৃতীয় নগর সুশাসন ও অবকাঠামো উন্নতিকরণ’ প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। ঋণচুক্তি অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩১টি পৌরসভার সক্ষমতা বাড়বে। এর আগে ৫৪টি পৌরসভায় প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর হিগুচি বলেন, বাংলাদেশের বড় বড় শহরে উন্নত নাগরিক অবকাঠামো গড়ে তুলতেই এই ঋণ দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top