সকল মেনু

শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 মৌলভীবাজার প্রতিনিধি: সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র ও বিভিন্ন গণমাধ্যমে কুৎসা রটনার প্রতিবাদে আওয়ামী সমর্থক গোষ্ঠী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সেচ্ছাসেবকলীগ, আওয়ামী কৃষকলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, উপজেলা মৎস্য সমিতি ও শ্রীমঙ্গল উপজেলাবাসীর যৌথ উদ্যোগে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রোববার দুপুর ১২টায় মানবন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ শুরু হবার কথা থাকলেও সকাল ১০টা থেকেই স্থানীয় চৌমুহনা চত্ত্বরে জাড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। বিভিন্ন চা বাগান থেকে চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে নারী-পুরুষ চা শ্রমিকরা মিছিল সহকারে মানববন্ধনে অংশ নেন। নির্ধারিত সময়ের পূর্বেই মানববন্ধন কর্মসূচি রূপ নেয় মানব সমুদ্রে। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্ণবাসন সম্পাদক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম. এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আবু শহীদ মো. আব্দুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতলিব, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার আব্দুল কাদির সানু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কামাল হোসেন চেরাগ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুন, যুবলীগ নেতা আব্দুল বারী বেলাল প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, সৈয়দ মহসীন আলীর এজেলার আওয়ামীলীগের প্রথম পূর্নাঙ্গ মন্ত্রী হওয়ায় দলেরই কতিপয় কুচক্রী মহল তা সহ্য করতে না পেরে বিভিন্ন গনমাধ্যমের মাধ্যমে তাঁর প্রকৃত বক্তব্যকে বিকৃত করে সংবাদ প্রকাশ করছে। অথচ জেলার এই বর্ষিয়ান নেতা দূনীতি তো দূরের কথা নিজের টাকা খরচ করে সারাজীবন রাজনীতি করেছেন। এমন গণ মানুষের নেতার বিরুদ্ধে যারা অপপ্রচার না করে তার ভালো দিক তুলে ধরে সাংবাদিকদের সংবাদ প্রকাশের দাবী জানান বক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top