সকল মেনু

ভূমিধসে জাপানে ১৮ জনের মৃত্যু

 ডেস্ক রিপোর্ট : জাপানের হিরোশিমায় একই স্থানে পর পর কয়েকটি ভূমিধসে কমপক্ষে ১৮ জন মারা গেছেন। বুধবার ভোররাতের এ ঘটনায় অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনএইচকে আরো জানায়, হিরোশিমার পাহাড়ি অঞ্চল আশামিনামি ও আশাকিতায় বুধবার ভোররাত ৩টা ২০ মিনিট থেকে ৪টার মধ্যে এই ভূমিধস ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। নিহত ১৮ জনের মধ্যে ৭৭ বছরের এক নারী ও ২ বছরের এক শিশু রয়েছে। এ ছাড়া উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে হিরোশিমা ফায়ার সার্ভিসের এক কর্মী মাটি চাপা পড়ে মারা গেছেন। এনএইচকে আরো জানায়, হিরোশিমার কমপক্ষে ২০টি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সেখান থেকে আগেই ৬৫ হাজার মানুষকে সরে যেতে বলা হয়েছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top