সকল মেনু

ন্যান্সির আত্মহত্যার চেষ্টা, ঢামেকে ভর্তি

 নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হওয়ার পর নেত্রকোনা ও ময়মনসিংহে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে তিনটায় তাকে ঢাকায় আনা হয়। রোববার ভোর সোয়া ৬টার দিকে তাকে হাসপাতালের নতুন ভবনে নেওয়া হয়। হাসপাতালে তার সঙ্গে পরিবারের লোকজনও আছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ন্যান্সিকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।  শনিবার সন্ধ্যায় নেত্রকোনায় নিজ বাড়িতে দুই দফায় ৬০টি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ন্যান্সি। স্বজনরা উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত ৮টায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ১০টার দিকে ওয়ার্ড থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের আইসিইউ প্রধান ডা. ফজলুল হক খান পাঠান জানান, উন্নত চিকিৎসার জন্য ন্যান্সিকে ঢাকায় পাঠানো হয়েছে। ন্যান্সির জন্য প্রয়োজনীয় ইনজেকশন ময়মনসিংহে না থাকায় তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। শনিবার রাত সাড়ে ৮ টায় ন্যান্সিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top