সকল মেনু

কুড়িগ্রাম ৪৫বিজিবি ব্যাটেলিয়নের বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত করন

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটেলিয়নে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে ৪৫বিজিবি ব্যাটেলিয়ন চত্বরে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করে কর্মসূচীর সূচনা করেন, ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ। পরে ব্যাটেলিয়ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এসময় ৪৫ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ জানান, কর্মসূচীর আওতায় জেলার বিজিবি’র ২৪ টি বিওপি ক্যাম্পের প্রত্যেকটিতে ৫০ টি ও ব্যাটালিয়নের হেট কোয়াটারে ২শ টি ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করা হয়েছে। এছাড়াও সোনাহাট বিওপি ক্যাম্পের একটি পুকুরসহ হেড কোয়াটারের ৬টি পুকুরে আড়াই লাখ টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top