সকল মেনু

পাসপোর্ট পেতে আর হয়রানি নয় : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

অাফিফা জামান: পাসপোর্ট পেতে নাগরিকদের যেন হয়রানির শিকার না হতে হয়, সেদিকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একটি মানুষও ঘর ছাড়া থাকবে না। ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে অবস্থানরত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসে।  ‘আমাদের সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিটি মানুষ থাকার জন্য ঘর পাবে’ – একথা বলে লক্ষ্মীপুরের ভূমিহীনদের তালিকা করতে জনপ্রতিনিধিদের নির্দেশ তিনি। রামগতিতে নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকার প্রকল্প নেওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আসাদুজ্জামান খান কামাল। লক্ষ্মীপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. নোমান, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাবুদ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেন, জেলা প্রশাসক একেএম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top