সকল মেনু

আদালতে চার্জশিট গৃহীত ফখরুলসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে

 আদালত প্রতিবেদক : রাজধানীর রমনা থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালত এই চার্জশিট গ্রহণ করেন। এর আগে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ গত ৫ আগস্ট ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে  এ অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, যুগ্ম মহাসচিব আমান উল্ল্যা আমান ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ৪১ জনের নাম রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২ মার্চ রমনার বেইলী রোডে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় এ মামলা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top