সকল মেনু

ভারতে নাবালক অভিযুক্তের বয়সসীমা ২ বছর কমল!

 ডেস্ক রিপোর্ট : ভারতে নাবালক অভিযুক্তের বয়সসীমা ২ বছর কমল। এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই আইন চালু হলে পরিবর্তন আসবে বিচার প্রক্রিয়াতেও।
তবে ষোলো বছরের বেশি বয়স এমন কোনও কিশোর ধর্ষণ কিংবা গুরুতর অপরাধে অভিযুক্ত হলে, তাকে আদালতের বিচারের আওতায় আনা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে জুভেনাইল জাস্টিস বোর্ড। দিল্লীর আলোচিত নির্ভয়াকাণ্ডে ধর্ষণে নাবালকের শাস্তি নিয়ে তীব্র বিতর্ক তৈরির ফলে ভারতীয় মন্ত্রীসভা এই সিদ্ধান্ত নিয়েছে। নাবালক অভিযুক্তের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা  হয়েছে।

নির্ভয়াকাণ্ডে ধর্ষণে অভিযুক্ত ছিল নাবালক এক কিশোর। তারও কঠোর শাস্তির দাবি উঠেছিল। কিন্তু নাবালক হওয়ায় জুভেনাইল কোর্টেই বিচার হয় ওই অভিযুক্তের। সংশোধনের জন্য তাকে তিন বছর হোমে রাখার নির্দেশ দেওয়া হয়। আইনের ফাঁক দিয়ে ধর্ষণের মত অপরাধে অভিযুক্তেরা পার পেয়ে যাচ্ছে, এই অভিযোগে ভারতজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ। তখনই আইন বদলের দাবি ওঠে।

সূত্র : জি নিউজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top