সকল মেনু

বেবী মওদুদের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

 আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: সদ্য প্রয়াত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের মরদেহে রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া শ্রদ্ধা জানায় জাতীয় সংসদের স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব, ছাত্রলীগ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিডিসি সহ বিভিন্ন সংগঠন। এর আগে শুক্রবার রাত পৌনে ১০টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বেবী মওদুদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাসসের এমডি আবুল কালাম আজাদ, সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, ছাত্রীগের সভাপতি-সাধারণ সম্পাদক, বিএফইউজের নেতারা, ঢাকা সাংবাদিকদের ইউনিয়নের একাংশের নেতারা, পার্লামেন্ট সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ প্রমুখ অংশ নেন। এ সময় মরহুমার বড় ছেলে অভি তার মায়ের আত্নার মাগফেরাত কামনা করে দোয়‍া চান। এর আগে তার ধানমন্ডির বাসভবনের সামনে এশার নামাজের আগে প্রথম জানাজা ও  ধানমন্ডির ঈদগাহ মাঠে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজ‍া অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top