সকল মেনু

জার্মানি শিরোপা জিতে ইতিহাস গড়ল

 আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম : লাতিন আমেরিকা  থেকে শিরোপা জিতে নেওয়ার রেকর্ড ছিল না ইউরোপের কোনো দলের। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে সেই রেকর্ড গড়ে শিরোপা জিতে নিল জার্মানি। ১১৩ মিনিটে করা মারিও গোটসের গোলেই শিরোপা জয় নিশ্চিত হয় ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানির। এর আগে ১৯৯০ সালে ফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেবারও ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল দিয়েগো ম্যারাডোনার। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনলেন লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও শক্তিশালী জার্মানির কাছে ১-০ ব্যবধানে হার মেনে শিরোপা হাতছাড়া হয় আকাশি-নীল জার্সিধারীদের। ২৮ বছরের শিরোপার খরা ঘোচানোর সুযোগটাও নষ্ট হয়ে যায় আলেসান্দ্রে সাবেলার শিষ্যদের। অন্যদিকে ২৪ বছর পর বিশ্বকাপের চতুর্থ শিরোপা ঘরে তোলে ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানি। সর্বশেষ তারা ১৯৯০ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর ২০০২ সালে ফাইনালে উঠলেও ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এখন ইতালির সমান চারটি শিরোপা জার্মানির শোকসেও শোভা পাবে। দুই যুগ পর ফুটবল বিশ্বে জার্মানির শ্রেষ্ঠত্বের ঝাণ্ডা উড়ল। অবশ্য, অবিভক্ত জার্মানির এটাই প্রথম শিরোপা। এর আগে ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপের তিনটি শিরোপা জিতেছিল। মজার ব্যাপার হল এ নিয়ে টানা তিন বিশ্বকাপের ফাইনালই অতিরিক্ত সময়ে গড়াল। ২০০৬ বিশ্বকাপে ইতালি টাইব্রেকারে জয় পায়। ২০১০ বিশ্বকাপে স্পেন ১১৬ মিনিটের গোলে চ্যাম্পিয়ন হয়। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানি ১১৩ মিনিটের গোলে শিরোপা জিতে নেয়। একটি আদর্শ ফাইনালের সবগুলো বৈশিষ্ট্যই ছিল ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। আক্রমণ-পাল্টা আক্রমণ, উত্তেজনা, স্নায়ু চাপ, সুযোগ মিসের মধ্য দিয়ে স্বার্থক একটি ফাইনালে রুপ নেয় ম্যাচটি। অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কেউ। অতিরিক্ত সময়ে গিয়েই মীমাংসা হয় ম্যাচের। প্রথমার্ধে উভয় দল বেশ কিছু আক্রমণ শানায়। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায় না কেউ। আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন একটি বল জালে জড়ালেও অফসাইটের কারণে সেটা নাকচ করে দেন রেফারি। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে জার্মানি দারুণ একটি গোলের সুযোগ তৈরি করলেও লাইন্সম্যান পতাকা ‍তুলে জানিয়ে দেন, অফসাইড। দ্বিতীয়ার্ধেও উভয় দল সমানে-সমান আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়ে যায়। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলের দেখা পায়নি কেউ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও চলে সমানে-সমান লড়াই। ম্যাচের ১১৩ মিনিটে মারিও গোটশের গোলে এগিয়ে যায় জার্মানি। গোটশেকে গোলে সহায়তা করেন আন্দ্রেয়া শুরলে। শেষ পর্যন্ত ১-০ গোলেই বিশ্বকাপের শিরোপা জিতে নেয় জার্মানি।

বিশ্বকাপের শিরোপা জিতে কিংবদন্তি হওয়ার দারুণ একটি সুযোগ ছিল লিওনেল মেসির সামনে। কিন্তু সেই সুুযোগটি আর কাজে লাগাতে পারল না মেসিরা। ম্যাচ শেষে তাই মাটিতে শুয়ে পড়লেন মেসি। আকাশের পানে তাকিয়ে কি যেন ভাবলেন। এরপর মাঠে বাদবাকি সময়টুকুতে হাসিমাখা মুখটি মলিন করে রেখেছিলেন। একজন বিশ্বসেরা খেলোয়াড়ের হাতে বিশ্বকাপের ট্রফিটি ভালোই মানাতো। কিন্তু সেটা আর হল কই? শেষ হল ব্রাজিল বিশ্বকাপ। এখন অপেক্ষা ২০১৮ বিশ্বকাপের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top