সকল মেনু

ভ্যাট রাজস্ব বাবদ সংগৃহীত অর্থই সরকারের আয়ের প্রধান উৎস-রেলমন্ত্রী

 এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম: কর রাজস্ব বাবদ সংগৃহীত অর্থই সরকারের আয়ের প্রধান উৎস। দেশেরউন্নয়নে এবং রাজস্ব উন্নয়ন ব্যয় মিটাতে যে অর্থের প্রয়োজন তা আসে ব্যবসায়ীদের ভ্যাট আর করের মাধ্যেমে। তাই দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের পাশাপাশি সকলকে ভ্যাট প্রদানের ব্যপারে সচেতন হতে হবে ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে । জাতীয় মূসক দিবস ২০১৪ উপলক্ষ্যে ১৩ জুলাই কুমিল্লা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কর্তৃক সম্মাননা অনুষ্ঠানে তার বক্তব্যে এসব কথা বলেন।কাস্টম এক্সাইজ ও ভ্যাট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী ও আইসিসি‘র সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি, অধ্যাপক নরুল ইসলাম মিলন এমপি, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, যুগ্ম কমিশনার রাশেদুল আলম।অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দেশের মানুষের প্রতি আস্থা থাকতে হবে। দেশ এবং সকারকে সকলকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে প্রতি বছর বছর মৃসক (ভ্যাট) দিয়ে দেশের উন্নয়নে সকলকে সহযোগিতা করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top