সকল মেনু

ভাঙ্গায় ভুয়া ফরমালিন মেশিন দেখিয়ে ব্যবসায়ীদের কাছে চাদাবাজি


মেহেদী হাসান তুষার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধ: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসষ্ট্যান্ড বাজারে গত শুক্রবার ভুয়া ফরমালিন মেশিন দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে ভুয়া কয়েক সাংবাদিক। এঘটনায় প্রশাসন, সাংবাদিক ও উপজেলার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের দেখা দিয়েছে। জানা গেছে, পুখুরিয়া বাসষ্ট্যান্ডে প্রায় ১৫/২০টি ফল, মিষ্টি ও মাংসের ব্যবসায়ী রয়েছে। তাদের কাছে ঘটনার দিন সকালে সাংবাদিক পরিচয়ে ফরমালিন পরীক্ষা করা মেশিন, ক্যামেরা নিয়ে ফল, মিষ্টি ও মাংস পরীক্ষা শুরু করে। এতে উপস্থিত ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ে। ব্যবসায়ীরা জনৈক দালালের সহায়তায় উক্ত ভুয়া সাংবাদিকদের নগত ১৪ হাজার টাকা দিয়ে বিদায় করে। সংবাদটি উপজেলা সদরে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ও প্রশাসন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, হায়দার হোসেন ও জাহিদ নামে দুইজন তাদেরকে সাংবাদিক পরিচয় দেয়। তাদের সাথে এলাকার চিহ্নিত কয়েকজন থাকায় ভয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ করতে সাহস পায়নি। এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী মোঃ আসাদুজ্জামান কবির বলেন, বিষয় আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গোলাম মওলা বলেন, ফরমালিন পরীক্ষা করা মেশিন প্রশাসনের লোক ব্যতিত অন্যের ব্যবহার করার অনুমতি নেই।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top